গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : মাত্র সতেরো ঘণ্টার ব্যবধানে আজ সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন প্রান্ত। আজ সকাল ০৮:০৩:৩৫ সেকেন্ডে গুয়াহাটি সহ শোণিতপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকা ভূমিকম্পে কেঁপেছে। রিখটার স্ক্যালে ভূমিকম্পের প্ৰাবল্য ৫.২ ধরা পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি। আজকের ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির জারিকৃত তথ্যে জানা গেছে, আজ সকাল ০৮:০৩:৩৫ মিনিটে সংঘটিত ভূমিকম্প শোণিতপুর জেলার ঢেকিয়াজুলির ১৫ কিলোমিটার গভীরে ২৬.৬৮ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫ ডিগ্ৰি দ্ৰাঘিমাংশে। ভূমিকম্পের ঝাঁকুনি বাংলাদেশ, ভুটান, চিন এবং ভারতের কিছু এলাকায় অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রবিবারও বিকেল ২.৫৮ মিনিটে গুয়াহাটি সহ পার্শ্ববর্তী মেঘালয়ের সীমান্তবৰ্তী এলাকা মৃদু ভূমিকম্পে কেঁপেছিল। রিখটার স্ক্যালে ভূমিকম্পের প্ৰাবল্য ধরা পড়েছিল ৩.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলা। তবে গতকালের ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।