জাতীয় দলে জায়গা পেলেন আইপিএলে নজরকাড়া জয়সওয়াল

মুম্বই, ২৮ মে (হি.স.) : এবারের আইপিএলে ব্যাট হাতে নজর কেড়েছেন ২১ বছর বয়সী যশস্বী জয়সওয়াল। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে থাকা জয়সওয়ালকে তাই মূল্যায়ন করতে দেরি করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আগামী জুনে লন্ডনে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে সেখানে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তাঁকে অবশ্য নেয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াডের বদলি স্ট্যান্ড-বাই হিসেবে।

উল্লেখ্য এর আগে ভারতের নির্বাচকরা যে মূল স্কোয়াড ঘোষণা করেছিলেন সেই স্কোয়াডে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেছিলেন। সূর্যকুমার যাদব, মুকেশ কুমারের সঙ্গে সে তালিকায় ছিলেন রুতুরাজ। কিন্তু জুনের ৪ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা ওপেনার। আর এই কারণে ঋতুরাজ লন্ডন যেতে পারছেন না। তাই তাঁর বদলি হিসেবে জয়সওয়ালকে বেছে নিয়েছেন নির্বাচকরা।