কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ব্যবহারের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৮ মে (হি.স.) : দিল্লিতে মহিলা কুস্তিগিরদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়েছে, তার নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে এর নিন্দা করেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, যেভাবে দিল্লি পুলিশ ভিনেশ ফোগত, সাক্ষী মালিক ও অন্যান্যদের টেনে ভ্যানে তোলা হয়েছে। আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা লজ্জার। সহিষ্ণুতার উপ গণতন্ত্র দাঁড়িয় থাকে। কিন্তু স্বেচ্ছচারী ফোর্স অসহিষ্ণুতায় বিশ্বাসী। তাঁদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। কুস্তিগিরদের পাশে থাকব।

এদিন ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মহিলা কুস্তিগিররা নতুন সংসদ ভবনে ঢোবার চেষ্টা করলেন। যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করলে রবিবার দিল্লি পুলিশ তাদের আটকে করে বাসে তুলে নিয়ে যায়। বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুস্তিগিররা ছিলেন।

এদিন মধ্য দিল্লিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। গোটা দিল্লি কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ব্যারিকেড করে চেকিং চলে বিভিন্ন জায়গায়। যন্তরমন্তরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুরসভাকে অস্থায়ী জেল তৈরি করতে অনুরোধ করা হয়েছে।