ভোপাল, ২৮ মে (হি.স.) : রবিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চৌহান টুইট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
একটি টুইটে মুখ্যমন্ত্রী চৌহান বলেছেন, আমি স্বাধীনতাবীর বিনায়ক দামোদর সাভারকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি কালাপানির নিষ্ঠুর নির্যাতনের মুখোমুখি হয়েও জাতির স্বাধীনতার জন্য অবিচলভাবে লড়াই করেছিলেন। আন্দামানের সেলুলার জেলের অন্ধকূপে তাঁর দৃঢ়তার অমোঘ স্মৃতি এখনও সংরক্ষিত রয়েছে।

