ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিকদের সড়ক অবরোধ

শান্তিরবাজার, ২৮ মে (হি. স.) : ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত বিলোনিয়া অটোরিক্সা মজদুর সংঘের ফটো চালকরা বনকর নদীর উত্তর পাড়ে বিলোনিয়া আগরতলা এবং বিলোনিয়া রাজনগর এই দুটি সড়ক অবরোধ করে। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে আপাতত অবরোধ প্রত্যাহার করে চলাচল স্বাভাবিক হয়।

মূলত পুলিশি হয়রানির অভিযোগে এই অবরোধ বলে জানায় অটো মালিক এবং শ্রমিকরা। প্রতিনিয়ত তাদের হয়রানির শিকার হতে হয় ।দিতে হয় জরিমানা। অটোচালকদের বক্তব্য হলো বিলোনিয়াতে কোন সিএনজি স্টেশন নেই তাই সিএনজির জন্য তাদেরকে উদয়পুর যেতে হয়। কিন্তু উদয়পুর যাওয়ার পথে পারমিটের অজুহাতে তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও পারমিট রোড ছাড়া অন্য রোডে রিজার্ভ গেলেও তাদের দিতে হয় জরিমানা। দীর্ঘদিন তাদের এই অত্যাচার সহ্য করার পর আজ যখন তারা পুলিশ আধিকারিকের সাথে কথা বলতে যায় তখন তাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ এনে এই রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের কারণে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ পথ চলতি নাগরিকদের দীর্ঘক্ষন ধরে অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও ভারতীয় মজদুর সংঘের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং বিভাগীয় নেতৃত্বরা এই অবরোধের বিষয়ে কিছু জানেন না বলে জানান। এক শ্রেণীর মানুষের বক্তব্য পথ অবরোধের মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় না শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্তমান সরকার এবং শাসক দলকে কালিমা লিপ্ত করতে এই অবরোধ ষড়যন্ত্রকারীদের গভীর চক্রান্ত। পুলিশ জানায় সংগঠন এবং প্রশাসনের মাধ্যমে পরবর্তী সময়ে এ বিষয়ে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আপাতত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলি প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশ। আপাতত অটো মজদুর সংঘের এই ধরনের ভূমিকায় হতবাক সাধারণ পথ চলতে জনগণ।