নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। কংগ্রেসকে বিঁধে শুক্রবার টুইটে অমিত শাহ লিখেছেন, নিজেদের আচরণের প্রতিফলন ঘটাতে হবে কংগ্রেসকে। একইসঙ্গে অমিত শাহের প্রশ্ন, কংগ্রেস কেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এতটা ঘৃণা করে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার টুইট করে লিখেছেন, “কংগ্রেস কেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে এতটা ঘৃণা করে? ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে তামিলনাড়ুর একটি পবিত্র শৈব মঠ পন্ডিত নেহরুকে একটি পবিত্র ”সেঙ্গোল” দিয়েছিল, কিন্তু ”হাঁটার লাঠি” হিসেবে তা জাদুঘরে নির্বাসিত করা হয়েছিল…কংগ্রেস অধীনমের ইতিহাসকে বোগাস বলছে! নিজেদের আচরণের বদল ঘটাতে হবে কংগ্রেসকে।