বালুরঘাট, ২৬ মে (হি.স.) : ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হল বালুরঘাট সংশোধনাগারে। মৃত ব্যক্তির নাম অনিল সাহা(৫২)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তিনগরে। শুক্রবার ভোরে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, অনিল সাহা এক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে বালুরঘাট সংশোধনাগারে বন্দি ছিলেন। মধ্যরাতে তার বুকে ব্যথা অনুভূত হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধোনাগারের চিফ কন্ট্রোলার শিবাজী রায় জানান, রাতে বুকে ব্যথা হওয়ায়, তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হবে।