ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজা দেববর্মার আকস্মিক প্রয়াণে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাজা দেববর্মা আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বিদেহী আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও টিসিএ-র পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
2023-05-24