পোলস্টার-১৭৮/১০(৪১.২)
চলমান- ১৪৩/৫(৪৩)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।।লিড নেওয়ার পথে চলমান সঙ্ঘ। দ্বিতীয় দিনে লিড নিতে চলমানের দরকার আর মাত্র ৩৫ রান। হাতে রয়েছে ৫ উইকেট। তবে কোনও রকম আত্মতুষ্টিতে ভুগতে থাকলে তপন দেব-এর দলকে খেসারত দিতে হতে পারে। তাই সতর্ক হয়ে মাঠে নামতে হবে কৃষ্ণধন-দের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে। বুধবার প্রথম দিনে পোলস্টারের গড়া ১৭৮ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে চলমান সঙ্ঘ। চলমানের পক্ষে লক্ষ্মণ পাল, দেবোত্তম ঘোষ ৪ উইকেট করে এবং তন্ময় দাস অর্ধশতরান করেছেন। বৃষ্টিত মাঠ ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। সকালে চলমানের অধিনায়ক টসে জয়লাভ করে পোলস্টারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সকালের স্যাতস্যাতে আবহাওয়াকে কাজে লাগিয়ে শুরু থেকে পোলস্টারের ব্যাটসম্যানদের উপর সাড়াশি আক্রমণ চালান চলমানের বোলাররা। লক্ষ্মণ পাল, দেবোত্তম ঘোষ এবং কৃষ্ণধন নম:-র বিধ্বংসী বোলিংয়ে ৪১.২ ওভার ব্যাট করার ফঁাকে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করতে সক্ষম হয়। মিডল অর্ডারে অরিন্দম বর্মন এবং শিবম পান্ডে যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে পোলস্টারের স্কোর ১০০ রানের গন্ডি পার হতো কীনা তা নিয়ে সন্দেহ ছিলো। শিবম ৭৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ এবং অরিন্দম ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। এছাড়া দলের পক্ষে আয়ুষ দেবনাথ ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমানের পক্ষে দেবোত্তম ঘোষ (৪/৩৯), লক্ষ্মণ পাল (৪/৯৩) এবং কৃষ্ণধন নম: (২/৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৪৩ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে চলমান সঙ্ঘ। দলের পক্ষে ওপেনার তন্ময় দাস ৪৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, সোমেন মহান্তি ৬৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং আরমান হুসেন ৭৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। কৃষ্ণধন নম: ১৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৭ পানে এবং নবজ্যোতি দেবনাথ ৬ বল খেলে ৩ রানে অপরাজিত থেকে যান। পোলস্টারের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য (২/২৬) এবং সন্দীপ সরকার (২/৩২) সফল বোলার। ম্যাচ নিশ্চিত অমিমাংশিত হওয়ার পথে। তবে এখন দেখার কোন্ দল প্রথম ইনিংসে লিড নিয়ে এগিয়ে যেতে পারে। তবে চালকের আসনে রয়েছে চলমান সঙ্ঘ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: পোলস্টার: অমরেশ – ৫, ঋতুরাজ – ২, কিষান – ৪, অরিন্দম – ৫২, আয়ুষ – ২৯, শিবম – ৬০ (অপ:), আলবাহার – ৬, সন্দীপ – ১, দ্বৈপায়ন – ০, আকাশ – ২, কাজল – ৫, অতিরিক্ত – ১২, মোট – ৪১.২ ওভারে ১০ উইকেটে ১৭৮ রান। বোলিং: লক্ষণ ১৮-৫-৯৩-৪, কৃষ্ণধন ১৩-৪-৩৬-২, দেবোত্তম ১০.২-০-৩৯-৪।
চলমান সংঘ: তন্ময় দাস – ৫৩, আরমান – ২৬, সোমেন – ৩০, তন্ময় ঘোষ – ০, কৃষ্ণধন – ১০ (ব্যাটিং), অর্কজিৎ – ৭, নবজ্যোতি – ৩ (ব্যাটিং), অতিরিক্ত – ১৪, মোট – ৪৩ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান। বোলিং: কাজল ২-০-১৭-০, অমরেশ ৯-১-২৩-০, দ্বৈপায়ন ১০-৩-২৬-২, সন্দীপ ১৪-২-৩২-২, অরিন্দম ৩-১-২৫-০, শিবম ৫-৩-৮-০।