নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ কোনাবন এলাকায় বিএসএফের বিরুদ্ধে সাধারণ মানুষের উপর হামলার গুরুত্ব অভিযোগ উঠেছে৷ সোমবার রাতে কোনাবন এলাকায় বিএসএফের হামলায় দুই মহিলা সহ চারজন গ্রামবাসী গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী গ্রামে তীব্র খুব উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করে বিএসএফের জোয়ানরা সাধারণ মানুষের উপর অহেতুক হামলা সংগঠিত করে চলেছে৷ অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ ১৫০ বাহিনী বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং কোনাবন রাধানগর এলাকার সাধারণ জনগণের উপর নির্যাতন চালায় বলে অভিযোগন এই ঘটনায় দুই মহিলা সহ দুইজন পুরুষ গুরুতর আহত হয় বলেও অভিযোগ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে সোমবার সারারাত উত্তেজনা ছড়িয়ে পড়ে রাধানগর এলাকায়ন পরবর্তী সময়ে আহত অবস্থায় দুই মহিলা সহ সর্বমোট চারজনকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেয়ন পরবর্তী সময়ে অভিযুক্ত কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিংহের বিরুদ্ধে মধুপুর থানায় মহিলাদের উপর নির্যাতন এবং বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়ন জানা যায় সোমবার রাতে কোনাবন রাধানগর এলাকার হরিপদ লস্করের বাড়ির মধ্যে তার ছেলে রাজু লস্কর সহ অন্যান্য বন্ধুরা মিলে ক্যারাম বোর্ড খেলছিলেনন সেই সময় কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং বেশ কয়েকজন বিএসএফ নিয়ে এসে আচমকা তাদের উপর আক্রমণ চালায়ন তাদের আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে তাদের চিৎকারে এলাকার সকল জনগণ জড়ো হয়৷ ছুটে আসে রাজু লস্করের বাবা হরিপদ লস্কর, মা মিঠু লস্কর সহ পার্শবর্তী বাড়ির এক মহিলা কাকলি দাসন বিএসএফের আক্রমণের হাত থেকে মহিলারা পর্যন্ত বাদ যায়নিন