কলকাতা, ২৩ মে (হি. স.) : গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার তোপ দেগেছেন তৃণমূল সাংসদ অভিষককে।
দ্রুত শুনানির আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সোমবার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যাকে রোজই সমন পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘এদিকে বলছে আমাকে ফাঁসি দিয়ে দিন। এদিকে রক্ষাকবচ চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এ বেঞ্চ থেকে ও বেঞ্চ ঘুরে বেড়াচ্ছেন। আদালতের সময় নষ্ট করছেন। সরকারি পয়সা অপচয় করছেন। তাঁকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাট্টিখানি কথা নয়। এই চালাকি সবাই বোঝে।