BRAKING NEWS

বিশালগড়ে দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ সড়কে বাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষে আহত এক জন৷ জানা যায় ধৃত গাড়ি চালক শিমুল দাস মদমত্ত অবস্থায় ছিল৷ মঙ্গলবার সকালে বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ সড়কে  একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি বাইককে৷ এতে করে বাইক চালক সঞ্জিত দাস রাস্তায় ছিটকে পড়ে আহত হয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা দাস আহত সঞ্জিত দাসের অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ এইদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত  বুলেরো গাড়িটিকে আটক করার জন্য অভিযানে নামে৷ পরবর্তী সময় বুলেরো গাড়ির চালক শিমুল দাসকে পুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *