আগরতলা, ২০ মে (হি.স.) : চুরি করতে এসে জনতার হাতে আটক এক চোর।শনিবার রাজধানীর প্যারাডাইস চৌহমুনী এলাকায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুরে রাজধানী আগরতলাশ প্যারাডাইস চৌহমুনী এলাকায় এক বাড়ির দেয়াল টপকে ছাদে উঠে গিয়েছিলেন এক ব্যক্তি।ওই সময় বাড়িতে কেউ ছিলেন না।এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেচামেচি শুরু করেন। তখন পালিয়ে যেতে চেষ্টা করলে চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় মানুষ।সাথে সাথে তাঁরা পশ্চিম থানায় খবর পাঠিয়েছেন। তখন ওই বাড়িতে কেউ ছিল না বলে জানিয়েছেন তিনি। পরর্বতী সময়ে পুলিশের হাতে চোরকে তুলে দিয়েছে স্থানীয়রাই। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।