হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে হয়েছে আলোচনা। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতা বাস্তিল দিবসের জন্য প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফর নিয়ে আলোচনা করেছেন এবং ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করেছেন।”বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, বাণিজ্যে সহযোগিতা সহ বিস্তৃত বিষয়গুলি নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্র; বেসামরিক বিমান চালনা; নবায়নযোগ্য; সংস্কৃতি; প্রতিরক্ষা খাতে সহ-উৎপাদন এবং উত্পাদন; বেসামরিক পারমাণবিক সহযোগিতা। তারা নতুন ডোমেনে অংশীদারিত্ব প্রসারিত করতে সম্মত হয়েছেন তাঁরা।
2023-05-20