হিরোশিমায় মোদী-জেলেনস্কি বৈঠক, রাশিয়া-ইউক্রেন বিবাদের পর এই প্রথম মিলিত দুই নেতা

হিরোশিমা, ২০ মে (হি.স.): জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠকের ফাঁকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হিরোশিমাতে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক হয়েছে।

এই বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। জেলেনস্কি ও মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। প্রসঙ্গত, জি-৭ বৈঠকে যোগ দিতে শনিবারই জাপানের হিরোশিমাতে আসেন জেলেনস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *