“ইউপিআই বিপ্লব” ঘটিয়ে সাধারণ জীবনে বড় পরিবর্তন এনেছে মোদী সরকার

পটনা/বেগুসরাই, ১৯ মে (হি.স.) : গত নয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এমন অনেক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে যা আজ মানুষের অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তেমনই একটি বড় উদ্যোগ হল ডিজিটাল বিপ্লব। এমন এক বিপ্লব যা গোটা বিশ্বে ভারতের দামামা বেজে উঠছে।

প্রধানমন্ত্রীর রূপকল্পে অর্থ লেনদেনের ডিজিটাল বিপ্লব যে শুধু ছোট দোকানদারদের বড় সমস্যার সমাধান করেনি তা নয়। বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। ইউপিআই প্রবর্তন মানুষকে তাদের পকেটে টাকা বহন এবং কয়েন বহন করার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। একই সঙ্গে দোকানিদের ক্ষুদ্র ঋণ পাওয়ার আশঙ্কাও শেষ হয়েছে।