সি-ডিভিশন ফুটবল এন্ট্রি ২৭ মে-র মধ্যে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। সি- ডিভিশন ফুটবল লীগ-এর এন্ট্রি ফি জমা দেওয়ার দিন ঘোষণা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ইতোমধ্যে সি-ডিভিশন ফুটবল লিগ শুরু করতে যাচ্ছে‌। অনুমোদিত সবকটি ইউনিট তথা ক্লাব, সংঘ বা দলকে আগামী ২৭ মে-র মধ্যে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সময়ে (ছুটির দিন বাদে) ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন অফিস কক্ষে যোগাযোগ করে এন্ট্রি ফি জমা দেওয়ার জন্য লীগ কমিটির সভাপতি চঞ্চল নন্দী এক প্রেস বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।