ফরাক্কা, ১৯ মে (হি. স.) : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে এক যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার ঘটনাটি ঘটেছে ।
পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম মোন্তাজ আলী মোমিন (২৫)। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই তাঁকে খুন করা হয়েছে।

