দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রকের, টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন মেঘওয়াল

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরই টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন অর্জুন রাম মেঘওয়াল। রাজস্থানের বিকানের-এর সাংসদ নিজের টুইটার অ্যাউন্টের বায়ো-তে লিখেছেন, আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এছাড়াও ভারত সরকারের সংসদ বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব রয়েছে মেঘওয়ালের ওপর।

উল্লেখ্য, আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেণ রিজিজুকে। নতুন মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার রিজিজুও টুইটারে নিজের বায়ো পরিবর্তন করেছেন। অরুণাচল প্রদেশের এই সাংসদ এখন থেকে দেশের ভূ-বিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী। কিরেণের জায়গায় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে রাজস্থানের বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়ালকে।