নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : সন্ত্রাস-মাদক-পাচার-গ্যাংস্টার নেক্সাস মামলায় বুধবার ভারতের ৬ রাজ্যের ১০০টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার সকাল থেকে চলে এই অনুসন্ধান অভিযান। সন্দেহভাজনদের সঙ্গে যুক্তদের ঠিকানায় রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ।
সূত্র জানিয়েছে, গত বছরই এনআইএ দায়ের করা তিনটি পৃথক মামলার সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। বুধবার সকাল থেকে ৬টি রাজ্যের শতাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।