শ্রীনগর, ১৭ মে (হি.স.): শুষ্ক আবহাওয়ার পূর্বাভাসের মধ্যেই রাতের তাপমাত্রা বাড়ল কাশ্মীর উপত্যকায়। তবে, কাশ্মীর বিভিন্ন জায়গায় তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ মে পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ বুধবার সকালেও ঠান্ডায় কেঁপেছে। এদিন লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস।

