ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রাজ্য স্কুল জিমন্যাস্টিক্সের আসর। দুদিন ব্যাপী আয়োজিত এই রাজ্য স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা আগামীকাল শেষ হবে। প্রথম দিনে আজ, বেশ কটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাজী সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারের ইনডোর হলে আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ইভেন্টের কম্পিটিশন শুরু হয়েছে সকাল থেকেই।
অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে সাগর দেববর্মা ও চুয়াঙ্গ দেববর্মা সাফল্য পেয়েছে।
অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগ বীথিকা পন্ডিত, শ্রাবণী দাস, মিলি দেববর্মা, অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে সঞ্চিতা মজুমদার, রিয়া দেবনাথ, সঞ্জনা ঘোষ; অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের সৌরভ দাস, তুইমৌখ দেববর্মা, শুভম দাস সাফল্য পেয়েছে। অবশিষ্ট ইভেন্টের প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হচ্ছে।

