বালিকাদের স্কুল ফুটবলে জয় দিয়ে সূচনা খোয়াই জেলার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।উদ্ভোধনী ম্যাচে জয়ী খোয়াই জেলা। স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগ্যে পরিচালিত রাজ্য ভিত্তিক অনুর্ধ ১৪ বালিকা ফুটবলের টুর্নামেন্ট শুরু হলো সোমবার। সোনামুরা স্পোর্টিং এসোসিয়েশনের মাঠে উদ্ভোধনী ম্যাচে খোয়াই  দল ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো উনোকোটি জেলাকে। তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহন করেছে। এর মধ্যে আটটি জেলা থেকে আটটি এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের একটি দল অংশগ্রহণ করলো। টুর্নামেন্টের উদ্ভোধন করলেন সিপাহিজলা জেলার জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহকারি সভাপতি কিন্তু আজ নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জহরলাল ঘোষ সোনামরানগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী সহ অন্যান্যরা।