মুম্বই, ১৪ মে (হি.স.) : আজ বিশ্ব মাতৃ দিবস। এই উপলক্ষে দলের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজের মা, শাশুড়ি ও নিজের সন্তানের মা আনুশকা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আইপিএলে ব্যস্ততার মাঝেও আজ মা দিবসে কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা গেছে কোহলির নিজের মা, শাশুড়ি মা ও আনুশকা শর্মাকে।
ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘শুভ মাতৃ দিবস।’ আর এই ক্যাপশনে কোহলি তিনটি লাভ ইমোজিও ব্যবহার করেছেন।
কোহলির পোস্টের ছবিগুলি সাজান ছিল এইভাবে।প্রথমেই ছিল আনুশকা ও মেয়ে ভামিকার ছবি। তারপর পোস্ট করেন নিজের মা ও শাশুড়ির একটি ছবি। সেই ছবিতে ছিল বিরাটের মা ও শাশুড়ি মার একটি আনন্দঘন মুহূর্ত। আর একটি কোলাজ করা ছবিতে ছিল বিরাট ও আনুসকা নিজেদের মায়ের সঙ্গে জড়িয়ে থাকতে।