নেশা সামগ্রী সহ আটক কলেজছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রাজাধানীতে নেশা কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে বহু কলেজ পড়ুয়া৷ অর্থ উপার্জনের সহজ মাধ্যম হিসাবে এই পথ বেছে নিচ্ছে তারা৷
 শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আই এস বি টি থেকে ৩৪ গ্রাম হেরোইন সহ আটক করে রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রকে৷ আটক নেশাকারবারী ছাত্রের নাম অমন চক্রবর্তী৷ বাড়ি রানীরবাজার এলাকায়৷ হাত খরচ চালাতে গিয়ে এই কলেজ ছাত্রটি নেশাকারবারের সঙ্গে জড়িয়ে পরে বলে পুলিশের অনুমান৷ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব জানান  এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *