মুম্বই, ১৩ মে (হি. স.) : বিতর্কের মাঝেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় দু’শোটিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।
জানা গিয়েছে, ৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। তিন মেয়ের গল্প নিয়ে এই ছবি। কেরল থেকে নিখোঁজ হওয়ার পর যাঁদের ধর্মান্তরিত করা হয়েছিল। পরে তারা আইসিস-এ যোগ দেন। সুদীপ্ত জানান, দ্য কেরালা স্টোরি’ হল একটি মিশন, যা সিনেমার সৃজনশীল সীমানার বাইরে, একটি আন্দোলন, যা সারা বিশ্বের জনসাধারণের কাছে পৌঁছোনো উচিৎ এবং সচেতনতা বৃদ্ধি করা উচিৎ। ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। দেশের অন্যান্য জায়গায় এই ছবি চললেও সমস্যা তৈরি হয় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয় এই ছবি। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেন ছবি নির্মাতারা। পশ্চিমবঙ্গে কেন সিনেমাটি নিষিদ্ধ করা হল? তা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিশ দিয়ে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। এই ছবির ছয় দিনে বক্স অফিস কালেকশন প্রায় ৭০ কোটি টাকা। এবার বিদেশের মাটিতেও পাড়ি দিল এই ছবি।