করিমগঞ্জ (অসম), ১৩ মে (হি.স.) : ২০২৩ সালের হজ যাত্রীদের সামগ্রী সহ লটবহরের (ব্যাগ) ওজন জানিয়ে দিয়েছে হজ কমিটি অব ইন্ডিয়া। প্রত্যেক হজ যাত্রী সঙ্গে তিনটি করে ব্যাগ রাখতে পারবেন। এর মধ্যে দুটি বড় ও একটি ছোট। ছোট ব্যাগটি হাতে থাকবে। যা বিমানে ওঠার সময় হাতে করে নিয়ে যাবেন। আর বাকি দুটি ব্যাগ বিমানবন্দরে যাওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যালটে ছেড়ে দিতে হবে।
হজ কমিটি অব ইন্ডিয়া জানিয়েছে, বড় দুটি ব্যাগে সামগ্রী সহ কুড়ি কেজি রাখা যাবে। আর হাত ব্যাগে সাত কেজি। অর্থাৎ ২০ ২০ ৭=৪৭ কেজি। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন করিমগঞ্জ জেলা হজ সেলের ইনচার্জ মওলানা জসিম উদ্দিন।

