আগরতলা, ১৩ মে (হি. স.) : গণতন্ত্র আছে বলেই কর্ণাটকে কংগ্রেস ক্ষমতা দখল করতে পেরেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় থাকেই। কর্ণাটকে নির্বাচনী ফলাফল নিয়েই প্রতিক্রিয়ায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর দাবি, বিজেপি সর্বদা গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলে। অথচ, গণতন্ত্রহরণকারী বামেরাই এখন ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে চিৎকার করছেন, কটাক্ষ করে বলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় থাকেই। তবে, কর্ণাটকে বিজেপি পরাজিত হলেও যথেষ্ঠ ভাল ফলাফল করেছে। পরাজয়ের বিশ্লেষণ দল করবে নিশ্চয়ই। তাঁর দাবি, বিজেপি বরাবরই গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলে। গণতন্ত্র আছে বলেই কংগ্রেস কর্ণাটকে জয়ী হয়েছে। অথচ, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে বামেরা হাহাকার শুরু করেছেন। তিনি বলেন, ৩৫ বছর ত্রিপুরায় গণতন্ত্র ছিল না। এখন তা প্রতিষ্ঠা করা হচ্ছে।
2023-05-13