কলকাতা, ১২ মে (হি.স.) : আগামীকাল ১৩ মে ইষ্টবেঙ্গলে আসছেন সলমন খান। দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় তিনি পা রাখছেন ১৩মে তেই। সলমানের এই ঘিরে সাজসাজ রব।
সলমান খানের শো দেখার জন্য যারা ৩০০০ টাকার টিকিট কেটেছেন তাঁদের জন্য থাকছে একটা ভালো খবর। কারণ এই টিকিটের জন্য থাকছে এক
বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউন্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্চেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।