রাঁচি, ১২ মে (হি. স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে (জামশেদপুর) করোনায় মৃত্যু হয়েছে এক রোগীর। এবং রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন। তবে সুস্থ হওয়ার হার বেশি থাকায় ক্রমেই রাজ্যে কমছে করোনা রোগীর সংখ্যা।
রাজ্যে, ২৪ ঘন্টায় ১৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। রাজ্যে ৮৬ জন করোনার সক্রিয় রোগী রয়েছে। শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পূর্ব সিংভূম (জামশেদপুর), কোডারমা এবং রাঁচিতে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। রাজ্যের ২১টি জেলায় একটিও করোনা রোগী পাওয়া যায়নি। মাত্র তিনটি জেলায় করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। রাজ্যের পূর্ব সিংভূমে (জামশেদপুর) সর্বাধিক ৪১ জন রোগী সক্রিয় রয়েছে।