তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন ইমরান খান

ইসলামাবাদ, ১২ মে (হি.স.) : তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় সেই অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেছে।

ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হওয়ার একদিন পর বুধবার তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুকের এজলাসে ইমরান খানের মামলার শুনানি চলছিল। ইমরান খানের আইনজীবী খাজা হারিস আদালতে বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ পাঠায়নি। সময়সীমা শেষ হওয়ার পর অভিযোগ পাঠানো যাবে না বলে দাবি করেন তিনি।
বিচারপতি খাজা হারিসকে প্রশ্ন করেন, আপনার তোলা রিজার্ভেশনের বিষয়ে দায়রা আদালতের বিচারক কী বলেছেন? জবাবে ইমরানের আইনজীবী বলেন, মামলায় জবানবন্দি রেকর্ডের সময় বিষয়টি দেখবেন বলে বিচারক জানিয়েছেন। একইসঙ্গে মামলাটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। ইমরান খানের আইনজীবীর যুক্তি শোনার পর, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *