কলকাতা, ১২ মে (হি.স.) : পুরসভায় নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।
পুরসভায় নিয়োগ দুর্নীতির সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ নয়। রাজ্যের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই-ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তবে বেঞ্চ বদলালেও নির্দেশ বদলাল না।
শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তাই এই নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই-ইডি যেমন তদন্ত করছিল, তেমনটাই করবে ৷ অন্যদিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয় বলে জানিয়েছে আদালত। সোমবার এই মামলার ফের শুনানি।