টোকিও ও নয়াদিল্লি, ১১ মে (হি.স.): দু’দিনের সফরে জাপানে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দু’দিনের এই সরকারি সফরে জাপানে বেশ কিছু কর্মসূচি রয়েছে নির্মলা সীতারমনের। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছনোর পর নির্মলাকে স্বাগত জানান ভারতীয় রাষ্ট্রদূত শ্রী সিবি জর্জ।
জি সেভেন বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জাপান পৌঁছেছেন। টোকিও-র হানেডা বিমানবন্দরে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ তাঁকে স্বাগত জানান। অর্থমন্ত্রক গতকাল এক ট্যুইটে শ্রীমতি সীতারমনের এই সফরের কথা জানায়। সে দেশের নিগাতায় জি সেভেন গোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকে যোগ দেবেন।