পশ্চিম মেদিনীপুর, ১১ মে (হি. স.) : ‘দ্য কেরালা স্টোরি নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সংসদ তথা সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
‘পদ্মাবত’ নামক একটি হিন্দি চলচ্চিত্র বন্ধের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে ‘দ্য কেরালা স্টোরি’ কেন নিষিদ্ধ করা হল, সেই দ্বিচারিতা নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। দিলীপবাবুর কথায়, “ওঁর অনেক ইতিহাস আছে। উনি জামাকাপড় পালটানোর মতো সকাল বিকেল মত পালটান। উনি রাজনীতির ব্যবসায়ী। তিনি দেশ, দুনিয়া, সমাজ কিছু বোঝেন না। উনি খালি রাজনীতি বোঝেন।”