ধর্মনগরে গ্রেপ্তার কুখ্যাত চোর


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ জেলা পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগরে একের পর এক চোর ধরতে মাঠে নামে পুলিশ৷ প্রথমেই গত পঁচিশ এপ্রিল ধর্মনগর বাজারে ঘটে যাওয়া চুরির কাণ্ডের মামলায় পলাতক গৌরাঙ্গ চক্রবর্তীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ৷ এদিকে সকাল থেকে ধর্মনগর মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ মমতাজ হাসিনা সহ পুলিশের একটি বিশাল টিম চোর আটক করতে মাঠে নামে৷ ধর্মনগর দুর্গাপুর এলাকার পৃথক দুটি স্থান থেকে এক চোর সহ এক নেশা কারবারিকে আটক করে পুলিশ৷ ধৃতরা হলও নাজির উদ্দিন ও প্রসেঞ্জিত দাস তাদের দুইজনের বাড়ি দুর্গাপুরে বলে জানিয়েছেন পুলিশ সুপার৷ তিনি জানিয়েছেন, ধর্মনগরে চুরির ঘটনা বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ৷ চোর ধরার এই উদ্যোগে পুলিশকে সহযোগিতা করছেন স্থানীয় মানুষ৷ নাজির উদ্দিনের কাছ থেকে গ্যাস সিলিন্ডার, এলইডি টিভি, জলের মোটর, গ্যাস কাটার, ই-রিকশার চার্জার ইত্যাদি পাওয়া গেছে এবং প্রসেঞ্জিত দাসের ই-রিকশা থেকে দুইশ দশ কৌটা হেরোহিন সহ দুই হাজার খালি কৌটা পাওয়া গেছে৷ তাদের থেকে এগারোটি মোবাইল, নগদ অর্থ উদ্ধার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *