নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমেছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ৷ উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই -র রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি বলেন, সম্প্রীতি গণধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী৷ এই গণধর্ষণের ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে৷ তিনি আর বলেন রাজ্যে তোলাবাজি, সন্ত্রাস, নেশার রমরমা প্রতিনিয়ত বেড়ে চলেছে৷ এর থেকে রাজ্যকে বাঁচানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ পাশাপাশি সরকারের কাছে দাবি জানানো হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং রেগা শ্রম দিবস বৃদ্ধি করা৷
2023-05-11

