কলকাতা, ১১ মে (হি.স.): বর্তমানে প্রতিষ্ঠিত গায়িকা হলেও একটা সময় বেশ কষ্টেই কাটিয়েছেন গায়িকা ইমন । সে মা’কে হারিয়েছেন ছোটবেলায়। বাবা শঙ্কর চক্রবর্তী ইমন চক্রবর্তীর জীবনের অনেকটা জুড়ে। সাধারণ মধ্যবিত্ত পরিবার মফঃস্বলের মেয়ে ইমনের বেড়ে ওঠা কিন্তু মোটেও ‘সোনার চামচ মুখে নিয়ে’ নয় ।
পরিবারের প্রতিকূলতা, লড়াইয়ে সামিল হতে হয়েছে গায়িকাকেও । কিন্তু এই গোটা সময়ে যে মানুষটি তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, গায়ে আঁচড় পড়তে দেননি, বুঝতে দেননি সংসারের তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার বাবা । নিজের অতীত নিয়ে ইমন বলেন,” সকালবেলা বেরিয়েছি রাত্রি ১২টা ১টায় ফিরেছি । জল খেয়ে খেয়ে কাটিয়েছি । এমনও দিন গিয়েছে যে বাড়ি ভাড়াটা পর্যন্ত দিতে পারেননি ”।