লখনউ, ১১ মে (হি.স.): উত্তর প্রদেশে কড়া নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নেই চলছে দ্বিতীয় তথা চূড়ান্ত দফার পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ। এই পর্যায়ে ৮টি ডিভিশনের ৩৮টি জেলায় এদিন ভোটদাতারা মতাধিকার প্রয়োগ করছেন। এই ডিভিশন গুলি হল – আলিগড়, অযোধ্যা, আজমগড়, বস্তি, বরেলি চিত্রকুট, কানপুর এবং মির্জাপুর। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
এর আগে গত ৪ মে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হয়, গত ৪ মে, প্রথম পর্যায়ের নির্বাচনে প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছিল। দ্বিতীয় পর্যায়ে ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। সকাল থেকেই লম্বা লাইন ছিল বুথকেন্দ্রের সামনে। উত্তর প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটগণনা হবে ১৩ মে।