ইমফল, ১১ মে (হি.স.) : নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ইমফলগামী শতাধিক অত্যাবশ্যক পণ্যবাহী ট্রাক মণিপুরের কাংপোকপি জেলায় হাজারো বিক্ষোভকারী আটকে দিয়েছে।
সরকারি সূত্রের খবর, কাংপোকপি এবং পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা আজ বৃহস্পতিবার জাতীয় সড়কে এক মিছিল সংগঠিত করেছিল। সে সময় রাজধানী ইমফলগামী পণ্যবাহী শতাধিক ট্রাকের গতি রোধ করে দেয় মিছিলকারীরা। পরে পুলিশ নিরাপত্তা বাহিনীর সহায়তায় ট্রাকগুলোকে সেনাপতিতে ফেরত পাঠানো হয়েছে।