আগরতলা, ৯ মে (হি.স.) : আজ যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী ত্রিপুরায় পালিত হচ্ছে। এদিন সকাল ছয়টায় মূল অনুষ্ঠানটি রবীন্দ্র কাননে উৎযাপিত হয়েছে। প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে, প্রতি বছরের মতে এবছরও ছন্দনীড়ের উদ্যোগে সকাল সাড়ে ছয়টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবি প্রনাম অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধলেশ্বর স্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। এছাড়া আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে, নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিন্তা-চেতনা, সংস্কৃতি সহ সবকিছুতেই জড়িয়ে আছেন তিনি। আমাদের সমাজ জীবনে যে কোন জায়গায় স্থান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সাথে তিনি যোগ করেন, কবিগুরু দেশপ্রেম, চেতনার মধ্যেও জড়িয়ে আছেন। রাজন্য আমল থেকে ত্রিপুরার সাথে নিবিড় সম্পর্ক ছিল তাঁর।
এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে উপলক্ষে ধলেশ্বর স্থিত শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তিনি বলেন, কবি গুরু তাঁর রচনার মাধ্যমে প্রত্যেক বাঙালির হৃদয়ে আজও বিরাজমান। তাঁর সাহিত্য, কর্মজীবন আদি বিশ্বজুড়ে অনুপ্রেরণা জাগায়।
এদিকে, প্রতি বছরের মতো এবছরও ছন্দনীড়ের উদ্যোগে সকাল সাড়ে ছয়টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কবিপ্রনাম অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছে। নরসিংগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে। শোভাযাত্রায় বিদ্যালয়ের এন.সি.সি ক্যাডেট এবং ছাত্র-ছাত্রীরা নাচ ও গানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেছে। নাচ ও গানের বিষয়বস্ত ছিল রবিঠাকুরের বিভিন্ন ঋতু পর্যায়ের গান। এদিন ওই শোভাযাত্রাটি নরসিংগড় বাজার হয়ে পুলিশ ট্রেনিং একাডেমি থেকে শুরু করে নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর এসে সমাপ্ত হয়েছে।
এদিকে, ত্রিপুরায় বিভিন্ন মহকুমা ভিত্তিক কবিগুরুর জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিভাবেই তা পালিত হয়েছে।