রাতভর বিদ্যুৎবিহীন চেতলা, উত্তেজনা

কলকাতা, ৯ মে (হি. স.) : প্রবল গরমে বিদ্যুৎহীন এলাকা। তাই মাঝরাতে মেয়রের বাড়ির অদূরে রাস্তায় বসে চলল বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ৮২ নম্বর ওয়ার্ডে ১৭ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ চলে যায়। অভিযোগ, সিইএসসি-কে জানানোর পরেও, ৫ ঘণ্টা ধরে আলো-পাখাহীন অবস্থায় কাটাতে হয় বাসিন্দাদের।

এই অবস্থায়, প্রতিবাদে ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পথ অবরোধ করেন বাসিন্দারা। চেতলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশের আশ্বাসে রাত ৩টে নাগাদ অবরোধ ওঠে। তখনও বিদ্যুৎ আসেনি। এলাকাবাসীর দাবি, মাসদেড়েক ধরে বিদ্যুতের সমস্যা চলছে। সিইএসসি-কে জানিয়েও কাজ হয়নি। সিইএসসি-র প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, গত মাসে বেশ কয়েক জায়গায় চরম বিদ্যুৎ ভোগান্তির জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সিইএসসি-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এই পরিস্থিতিতে, সিইএসসি-কে বিদ্যুৎমন্ত্রীর নির্দেশ দেন, পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখতে হবে।সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *