‘দ্য কেরালা স্টোরি’ বন্ধ হওয়ায় সিনেমা হল চত্বরে ধন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

উত্তর ২৪ পরগনা, ৯ মে (হি. স.) : ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে রাতারাতি ব্যান হওয়ায় সিনেমা হলেও বন্ধ করা হল সেই ছবি দেখানো। এরপরই ক্ষোভে ফেটে পড়লেন আগত দর্শকরা। প্রশ্ন তোলেন, এই ছবির নিষিদ্ধ করার যুক্তিকতা নিয়ে। পাশাপাশি, টিকিটের টাকা ফেরতের দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে পরিস্থিতি সামালাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দর্শকদের।

এ রকমই চিত্র ছিল এদিন বেলঘরিয়ার একটি সিনেমা হলে। সিনেমা হলে চলে এসেছিলেন একদল দর্শক। বাধা পেয়ে এক দর্শক সরাসরি সরকারের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভরত এক মহিলা বলেন, “সিনেমাটা দেখতে এসেছিলাম। এখন দেখি চলছে না। নিজের খুশিমতো বন্ধ করে দেওয়া উচিত নয়। সিনেমায় কী আছে সেটা সবাই দেখুক, জানুক।”

আর এক দর্শক বলেন, “কয়েকদিন চলতে দিতেই পারত। তারপর তো ব্যান করতে পারত। সাম্প্রদায়িক কিছু হয়েছে বলে মনে হয় না।” আরও একজন বলেন, “মেয়েদের নির্যাতনের বিষয়টি দেখানো হয়েছে শুনেছি। আমরা মেয়েরা যদি সিনেমা দেখি তাহলে কী হত? এর পিছনেও রাজনীতি খুঁজলে বলাই তলে গণতন্ত্র নেই।” ছবি মুক্তি পাওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে অনলাইনে টিকিটও বুক করেন অনেকে। সময় মতো এসেও যান প্রচুর মানুষ। তবে হলগুলিতে বন্ধ প্রদর্শনী। আজ বেলঘরিয়ার ওই সংশ্লিষ্ট হলের দেওয়াল থেকেও রীতিমত ছিঁড়ে ফেলা এই ‘দ্য কেরালা স্টোরির’ পোস্টার। হল কর্তৃপক্ষ বলেন, “সরকারের নির্দেশ অনুযায়ী আমরা প্রদর্শনী বন্ধ করেছি। যাঁরা অনলাইনে টিকিট কেটেছে তাঁদের টাকা ফেরত চলে যাবে।”