এশিয়া কাপ আয়োজন নিয়ে আরও কোণঠাসা পাকিস্তান, ভারতের পাশে দাঁড়াল বাংলাদেশ -শ্রীলঙ্কা

দুবাই, ৮ মে (হি.স.) : এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতীয় বোর্ডের অনড় মনোভাবের জন্য আরো চাপে পাকিস্তান। আর এই সুযোগটা নিতে চাইছে শ্রীলংকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দুটি দেশ নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে চাইছে। ভারতের মতো এই দুই দেশও চাইছে না এশিয়া কাপ হোক পাকিস্তানে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বলে আসছে পাকিস্তানে যদি এশিয়া কাপ হয় তাহলে ভারতীয় দল পাকিস্তানের পাঠানো হবে না। এই সিদ্ধান্তে আজও অনড় বিসিসিআই। এ নিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড নানাভাবে ভারতকে পাল্টা চাপ দিলেও ভারত সুর নরম করেনি।

ভারতের চাপে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল শুধু ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার। পাকিস্তানের সেই বিকল্প প্রস্তাবেও রাজি হননি বিসিসিআই। প্রথম থেকেই ভারত চাইছে পুরো এশিয়া কাপই পাকিস্তানের পরিবর্তে অন্য দেশে হোক। আর এই সুযোগটাই এবার নিতে চাইছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।