কলকাতা, ৮ মে (হি. স.) : “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিকে নিষিদ্ধ করেছেন। অবাক হওয়ার কিছু নেই, এটি তাঁর কাছ থেকে প্রত্যাশিত ছিল।” সোমবার এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু টুইটারে লেখেন, “এটি সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দেখানো হয়েছে কিভাবে ইসলামপন্থীরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদে আটকে ফেলে এবং পরে আইএসআইএস সন্ত্রাসী হতে পাঠায়। দিদি চোখ বন্ধ করে বাস্তবতা দেখতে চাযন। তিনি এই রূঢ় বাস্তবতা থেকে পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষ করে নারীদের বঞ্চিত করতে চান।
পশ্চিমবঙ্গে লাভ জিহাদের ঘটনা সাধারণ। যখনই প্রয়োজন দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ দেশের পথ দেখিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত তার বিপরীত। নিষেধাজ্ঞার মাধ্যমে, তিনি আবারও প্রমাণ করেছেন যে পশ্চিমবঙ্গে বাধা দেওয়ার কেউ নেই।”

