নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : নির্বাচন কমিশনে কংগ্রেসের নামে নালিশ জানাল বিজেপি। সোমবার বিজেপির একটি প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে কংগ্রেসের নামে নালিশ জানায়। কংগ্রেসের রেজিস্ট্রেশন প্রত্যাহার করার আবেদন জানায় বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দর যাদব, জিতেন্দ্র সিং এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন এবং কংগ্রেস ও সেই দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।
ভূপেন্দর যাদব বলেছেন, “তিনি (সোনিয়া গান্ধী) ইচ্ছাকৃতভাবে সার্বভৌমত্ব শব্দটি ব্যবহার করেছেন। কংগ্রেসের ইস্তেহার হল ”টুকড়ে-টুকড়ে” দলের এজেন্ডা এবং তাই তাঁরা এই ধরনের শব্দ ব্যবহার করছেন। আমরা আশা করি নির্বাচন কমিশন এই দেশবিরোধী কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

