কলকাতা, ৭ মে (হি.স.) : আজ সকাল এগারোটায় আইএফএ কর্মকর্তারা আলোচনায় বসছেন এআইএফএফ সেক্রেটারি ও প্রেসিডেন্টের সঙ্গে। এই আলোচনায় মূলত প্রাধান্য পাবে বেঙ্গল ফুটবল ডেভেলপমেন্ট নিয়েই। কিভাবে বাংলার ফুটবল মান বাড়ানো যায়। তাছাড়া আলোচনায় থাকবে
আইএফএ শীল্ড ও বিদেশী ফুটবলার নিয়ে।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘এআইএফএফ আগামী ফুটবল মৌসুম থেকে স্থানীয় লিগ ও জেলার ফুটবল লিগগুলোতে বিদেশিদের দাপট কমাতে চাইছে। সন্দেহ নেই বিদেশেহীন ফুটবল হলে অনেক বাংলা ও ভারতীয় ফুটবলার সুযোগ পাবে। উঠে আসবে অনেক বাঙালি স্টপার,স্ট্রাইকার। তবে এক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশনের জন্য যে স্পন্সারশিপ উঠে আসে সেই টাকাতেই কয়েক হাজার ছেলে মেয়ে ফুটবল খেলে । এনিয়ে আমরা একাধিক সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়ে বিষয়টা জানিয়েছি। দেখা যাক কি হয়। তারপর আলোচনায় থাকছে আইএফএ শিল্ড নিয়েও।’