গুয়াহাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ভারতীয় তেল নিগমের দুই শ্ৰমিকের, আহত এক

গুয়াহাটি, ৬ মে (হি.স.) : গুয়াহাটি মহানগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতীয় তেল নিগমের দুই শ্ৰমিক। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহতদের নামধাম জানা যায়নি এখনও।

ঘটনা আজ শনিবার সকালে গুয়াহাটি মহানগরের অন্তর্গত নরেঙ্গিতে সংঘটিত হয়েছে। জানা গেছে, সংঘটিত ঘটনাস্থলের রাস্তায় পড়েছিল বিদ্যুৎ পরিবাহী একটি তার। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পৰ্শে এসে গেলে ছিটকে পড়েন ভারতীয় তেল নিগমের তিন শ্ৰমিক। সঙ্গে সঙ্গে অন্য সহকর্মীরা স্থানীয়দের সহায়তায় তিনজনকে নিয়ে যান গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা দুজনকে মৃত বলে ঘোষণা করে আহতকে চিকিৎসার জন্য ভরতি করেন।