বাঁকুড়া, ৬ মে (হি.স): মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোটের আহ্বানকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিরোধী জোটে আস্থা নেই সাধারণ মানুষের। শনিবার সকালে বাঁকুড়ার শহরের মাচানতলায় ”চায়ে পে চর্চা” কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিরোধী জোটে আস্থা নেই সাধারণ মানুষের। সাগরদীঘিতেই সেই প্রমাণ মিলেছে।
এছাড়াও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ”নবজোয়ার” কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আবার সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন প্রসঙ্গে দিলীপ বলেছেন, এই সরকার বিদায় হলেই ডিএ পেতে পারেন সরকারি কর্মচারীরা।

