করিমগঞ্জে প্রাক্তন সৈনিক সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

করিমগঞ্জ (অসম), ৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার প্রাক্তন সৈনিক সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য ২০২৩-২৪ অর্থবছরের দরখাস্ত আহ্বান করা হয়েছে।

জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, স্থল সেনা, নৌ–সেনা এবং বিমানবাহিনীর প্রাক্তন সৈনিক সন্তানদের জন্য এই শিক্ষা বৃত্তি সৈনিক ওয়েলফেয়ার অধিকরণ থেকে দেওয়া হবে। এ ব্যাপারে বিশদ বিবরণ এবং আবেদনপত্রের জন্য করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।