ইসলামাবাদ, ৪ মে (হি.স.): গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ভারতে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। ইসলামাবাদের এই পদক্ষেপ এশিয়ার এই অঞ্চলে পাকিস্তানের শান্তি বজায় রাখার প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৃহস্পতিবার এ প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের যোগ দেওয়ার সিদ্ধান্ত এসসিও-র সনদ ও বহুপাক্ষিকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ দেয়। এই অঞ্চলে শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে আমরা আমাদের ভূমিকা পালন করার জন্য সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় যোগাযোগ, ব্যবসা ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতার হাত অন্যদের প্রতি বাড়িয়ে দিতে আগ্রহী।”

